আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2527

অর্থনৈতিক

প্রকাশকাল: 30 ডিসে. 2012

প্রশ্ন

আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আমার প্রশ্ন হল সুদী ব্যাংকের জমা টাকা থেকে সুদ কোন পথে ব্যয় করলে হালাল হবে। এক কথায় যাতে আমার গুনা না হয়।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। প্রশ্ন তো হালাল হওয়া নয়, প্রশ্ন হলো এই হারাম থেকে বাঁচার উপায় কি? উপায় হলো গরীব-মিসকিনদেরকে সওয়াবের নিয়ত ছাড়া ঐ টাকা দিযে দিবেন। এমন করলে আশা করি আল্লাহ ক্ষমা করি দিবেন। সুদি ব্যাংক বর্জন করবেন।