দুই সিজদাহ এর মাঝখানে বসা হয়, ওই সময় দৃষ্টি কোথায় থাকবে?
উত্তর
রাসূলুল্লাহ সা. তাশাহুদুর সময় যে হাত দ্বরা ইশারা করা হয় সেই হাতের দিকে নজর রাখতেন বলে সহীহ হাদীসে উল্লেখ আছে। সুনানু নাসায়ী, হাদীস নং ১২৭৫, হাদীসটি সহীহ। সুতরাং দুই সাজদার মাঝখানেও কোলের দিকে নজর রাখা ভাল বলে মনে হয়।