আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2517

বিবিধ

প্রকাশকাল: 20 ডিসে. 2012

প্রশ্ন

আসসালামু আলাইকুম। মুহতারাম,
কেউ যদি কোরআন পড়ার জন্যে উদূ করে;অতপর পড়া শুরু করে। কিছুক্ষন পর যদি বায়ু ত্যাগের কারণে উদূ ভেঙে যায়;এরপর আবার উদূ করে পুনরায় পড়া শুরু করে এবং আবার যদি উদূ ভেঙে যায় অতপর পুনঃ পুনঃ বার ১ম ঘটনার পুনরায়ন ঘটে তবে সে কিভাবে কোরআন পড়বে? [শুধু আরবি-বাংলা অনুবাদের কোরআন এ অবস্থায় পড়া জায়েজ আছে কি?]

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ওযু ভেঙ্গে গেলেও দেখে কুরআন পড়া যায়। তবে হাত দেয়া যাবে না। সুতরাং বেশী সমস্যা হলে হাত দিয়ে না ছুঁয়ে কুরআন পড়বে।