আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2514

ত্বহারাত পবিত্রতা

প্রকাশকাল: 17 ডিসে. 2012

প্রশ্ন

আসসালামু ওয়ালাইকুম. ১.শরীর নাপাক থাকলে (ফরয গোসল) গোসল করার সময় শরীর থেকে যে পানি গড়িয়ে পড়ে তা পাক না নাপাক? ২. তখন গায়ের লুজ্গি কি নাপাক হয়ে যাবে (যদিও লুজ্গিতে নাপাকি না লাগে)?
জাযাকাল্লাহু খাইরান

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। শরীর নাপাক থাকলে ফরজ গোসল করার সময় শরীর থেকে যে পানি গড়িয়ে পড়ে তা নাপাক নয়। তবে শরীরে যদি নাপাাকী থাকে (যেমন, বীর্জ বা পেশাব)তাহলে শরীর থেকে যে পানি গড়িয়ে পড়বে তা নাপাক। এবং তখন লুঙ্গিও না নাপাক হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন।