আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 251

নামায

প্রকাশকাল: 7 অক্টো. 2006

প্রশ্ন

মুহতারাম, আস-সালামু আলাইকুম। আমার প্রশ্ন:
১. এশার সালাত জামাতে গিয়ে শেষ ২ অথবা ১ রাকাত পেলে বাকি ২ অথবা ৩ রাকাত নিজে কিভাবে পড়বো সহিহ হাদিস এর আলোকে জানাবেন। ২.জামাতে ফরজ সালাতে সুরা ফাতিহা কি নিজে পড়বো নাকি শুনবো?

উত্তর

১। দুই রাকআত পেলে বাকী দুই রাকআতের প্রতি রাকআতে সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা পাঠ করবেন। আর এক রাকআত পেলে এক রাকআত পড়ে বসে তাশাহুদু পড়বেন। এরপর বাকী দুই রাকআত পড়বেন। আপনার নিজে আদায় করা প্রথম দুই রাকআতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা পড়বেন। ২। এ বিষয়ে আলেমদের মাঝে কয়েকটি মত আছে। পড় না পড়র উভয় অবস্থাতেই নামায হবে। বিস্তারিত জানতে আমাদের দেয় ১৪০ নং প্রশ্নের উত্তর দেখুন।”””””