আসসালামু আলাইকুম। মুহতারাম, ১। আমি দাঁড়ি রাখি (ছেড়ে দেই) এবং গোঁফ শেভ করি। এ বিষয়ে কোন কোন আলেম মত প্রকাশ করেছেন যে, গোঁফ ছাটা বা শেভ-যেকোনোটিই করা যেতে পারে তবে শেভ করাই অপেক্ষাকৃত ভাল (আল-মারদায়ী, আল-ইসনাদ)। কিন্তু অতি সম্প্রতি জানতে পারলাম যে, গোঁফ শেভ করা অনেকের মতে মাককরুহ (যদিও এ বিষয়ে এখনও গ্রহণযোগ্য কোন দলিল পাইনি)। তবে যারা গোঁফ শেভ করাকে মাককরুহ বলে, তাদের অনেকেই গোঁফ ছাঁটাকে সুন্নাহসম্মত মনে করে। তাদের দলিল হচ্ছে-সহিহ বুখারি ও সহিহ মুসলিমে ইবনে উমর রাজিয়াল্লাহুআনহু থেকে বর্ণিত হয়েছে যে, তিনি বলেন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: তোমরা মুশরিকদের বিপরীত কর। দাঁড়ি ছেড়ে দাও এবং গোঁফ ছাটাই কর। ইমাম মুসলিম তাঁর সহিহ গ্রন্থে আবু হুরায়রা রাজিয়াল্লাহুআনহু থেকে বর্ণনা করেন তিনি বলেন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি্ ওয়া সাল্লাম বলেছেন: তোমরা গোঁফ ছাটাই কর, দাঁড়ি ছেড়ে দাও এবং অগ্নিপূজারীদের বিপরীত কর। এ বিষয়ে আপনার সুচিন্তিত অভিমত পেলে উপকৃত হবো। মাআসসালাম।