আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2506

ত্বহারাত পবিত্রতা

প্রকাশকাল: 9 ডিসে. 2012

প্রশ্ন

এক দুই ফোটা পেসাব কাপড়ে লাগলে ঐ কাপড়ে নামাজ আদায় হবে কি?

উত্তর

সতর্কতাবশত ঐ কাপড় পাল্টে নেয়া জরুরী। ফকীহগণ বলেছেন, এক দিরহাম (বর্তমানে এক টাকার কয়েন পরিমাণ) মাপ। তবুও পাল্টে নেয়া উচিত।