আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 250

নামায

প্রকাশকাল: 6 অক্টো. 2006

প্রশ্ন

মুহতারাম, আস-সালামু আলাইকুম। আমার প্রশ্ন: পুরুষ ও মহিলার নামাজের মাঝে কি কোনো পার্থক্য আছে? কেউ বলে কোন পার্থক্য নাই। আর কেউ বলে পার্থক্য আছে। দলিল সহ ব্যাখ্যা জানতে চাই।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ। মহিলা ও পুরুষের মাঝে নামাযে মৌলিক কোন পার্থক্য নেই। তবে রুক, সিজদা ইত্যাদী সময়ে অধিকতর পর্দা রক্ষার্থে এক অঙ্গের সাথে অন্য অঙ্গ মিলিয়ে রাখা ভাল। অধিকাংশ ফকিহ ও ইমামের মত এটাই । হাদীসেও এর ইঙ্গিত পাওয়া যায়। বিস্তারিত জানতে আমাদের দেওয়া ২৮ নং প্রশ্নের উত্তর দেখুন।”””””