আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2495

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 28 নভে. 2012

প্রশ্ন

আমাদের সমাজে জুমআর নামাজের মুসল্লিদের দাওয়াত দিয়ে খাওয়ানো হয়। নামায শেষে সকলকে বাড়িতে নিয়ে (যে দাওয়াত দিয়েছে তার বাড়িতে) খাওয়ান হয়। এটা কি ঠিক? সুন্নত সম্মত কিনা, বললে উপকৃত হব। খুব দরকার….
এটি করার জন্য অনেকে মানতও করে। এটি কি ঠিক?

উত্তর

ভাই, এটা সামাজিক রীতি, এর সাথে ইসলামের কোন বিরোধ নেই। মানুষকে খাদ্য খাওয়াতে হাদীসে উপদেশ দেয়া হয়েছে। রাসূূলুল্লাহ সা. বলেছেন, أفشوا السلام وأطعموا الطعام وكونوا إخوانا كما أمركم الله عز و جل বেশী বেশী সালাম দাও, মানুষকে খাবার খাওয়াও আর ভাই ভাই হয়ে যাও যেমনিভাবে আল্লাহ তায়ালা আদেশ করেছেন। মুসনাদু আহমাদ, হাদীস নং ৬৪৫০। সুনানু ইবনু মাজাহ, হাদীস নং ৩২৫২। হাদীসটিকে মুহাদ্দিসগণ সহীহ বলেছেন। তবে এমন মনে করা যাবে না, যে এই দিন খাবার খাওয়ানোর বিশেষ কোন ফজিলত আছে বা না খাওয়ালে কোন অকল্যান হতে পারে। এটি করার জন্য মানত করা যাবে না। মানতের বস্তু শুধুমাত্র গরীবরা ভোগ করতে পারে।