আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2480

নামায

প্রকাশকাল: 13 নভে. 2012

প্রশ্ন

আসসালামু আলাইকুম। মুহতারাম, জামে মাসজিদ ও নামাজের স্থানে (অর্থাৎ কোন বাড়ি, অফিস বা অন্য কোন প্রতিষ্ঠানে কিছু মুসলমানের মালিকানাধীন সালাতের জন্য নির্ধারিত স্থান, যেখানে নিয়মিত ৫ ওয়াক্ত সালাত হতেও পারে, আবার নাও হতে পারে) সালাতের গুরুত্ব ও নির্দেশনার কোন পার্থক্য আছে কী?
মাআসসালাম

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ভাই, একাকী সালাত আদায় করলে সালাতে প্রতি যে গুরত্ব ও ভক্তি সৃষ্টি হয় জামাতে সালাত আদায় করলে তার চেয়ে অনেক বেশী হয়। তদ্রুপ অফিসে বা অন্য স্থানের তুলনায় মসজিদে সালাত আদায় করলে সালাতের প্রতি মনোযোগ, শ্রদ্ধা অনেক বেড়ে যায়। তাই সুযোগ থাকলে মসজিদেই সালাত আদায় করা উচিত। তবে যেখানেই আদায় করেন জামাতের সওয়াব পেয়ে যাবেন। যে বিষযে হাদীসে রাসূলুল্লাহ সা. বলেছেন, صَلاَةُ الْجَمَاعَةِ تَفْضُلُ صَلاَةَ الْفَذِّ بِسَبْعٍ وَعِشْرِينَ دَرَجَةً. এককী সালাত আদায়কারীর তুলনায় জামাতে আদায়কারী ব্যক্তি সাতাশ গুণ সওয়াব বেশী পাবে। সহীহ বুখারী, হাদীস নং ৬৪৫