আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2479

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 12 নভে. 2012

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। ইসলামে সুঘ্রানের বিধান কি? ধুপের ধোয়া, সুরমা চোখে দিলে কি চোখের জ্যতি বাড়ে? আগরবাতির ধোয়া, গোলাপ জল,আতর মাখা ইত্যদির বিধিবিধান সম্পর্কে জানতে চাই?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। সুঘ্রান ব্যবহার করা সুন্নাত। হযরত আনাস রা. থেকে বর্ণিত হাদীসে রাসূলুল্লাহ সা. বলেন, عن أنس قال قال رسول الله صلى الله عليه و سلم : حبب إلي من الدنيا النساء والطيب وجعل قرة عيني في الصلاة দুনিয়ায় মহিলা এবং সুগন্ধিকে আমার প্রিয় করে দেয়া হয়েছে আর আমার চোখের প্রশান্তি সালাতে। সুনানু নাসায়ী, হাদীস নং ৩৯৩৯। শায়খ শুয়াইব আরনাউত হাদীসটিকে হাসান বলেছেন, শায়খ আলবানী হাসান সহীহ বলেছেন। সুরমার বিষয়ে হাদীসে এসেছে, عَنْ جَابِرٍ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ ‏ ‏ عَلَيْكُمْ بِالإِثْمِدِ عِنْدَ النَّوْمِ فَإِنَّهُ يَجْلُو الْبَصَرَ وَيُنْبِتُ الشَّعَرَ ‏ ‏ ‏.‏ জাবির (রাঃ) থেকে বর্ণিতঃ আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কে বলতে শুনেছিঃ তোমরা ঘুমানোর সময় অবশ্যই ইসমিদ সুরমা ব্যবহার করবে। কেননা তা দৃষ্টিশক্তিকে প্রখর করে এবং চোখের পাতায় লোম গজায়। সুনানু ইবনে মাজাহ, হাদীস নং ৩৪৯৬। শায়খ আলবানী রহ. হাদীসটিকে সহীহ বলেছেন, শায়খ শুয়াইব আরনাউত রহ. হাসান বলেছেন। অন্য হাদীসে আছে। : عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ ‏ خَيْرُ أَكْحَالِكُمُ الإِثْمِدُ يَجْلُو الْبَصَرَ وَيُنْبِتُ الشَّعَرَ ‏ ‏ ‏.‏ ইবনু আব্বাস (রাঃ), থেকে বর্ণিতঃ রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমাদের জন্য উত্তম সুরমা হচ্ছে ইসমিদ। তা চোখের জ্যোতি বাড়ায় এবং চোখের পাতায় লোম গজায়। সুনানু ইবনে মাজাহ, হাদীস নং ৩৪৯৭। শায়খ আলবানী রহ. হাদীসটিকে সহীহ বলেছেন, শায়খ শুয়াইব আরনাউত রহ. বলেছেন, হাদীসের সনদ শক্তিশালী। ধুপ দিলে আমার মনে হয় পরিবশেষ নষ্ট হয়। মোট কথা দেখেতে হবে সেগুলো পরিবেশের প্রতি কোন বিরূপ প্রভাব সৃষ্টি না করে যদি সুগন্ধ ছড়ানোর কাজ দেয় তাহলে সেটা ভাল। অন্যথায় খারাপ।