আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 247

বিবাহ-তালাক

প্রকাশকাল: 3 অক্টো. 2006

প্রশ্ন

আমি আমার স্ত্রীর অনুপস্থিতিতে, তার ভাই চাচা ও নানার উপস্থিতিতে এক বৈঠকে তালাক দিয়েছি। কিন্তু তালাক দিতে আমার মন চাইছিলো না, আমি খুব কান্না করেছিলাম, খুব কষ্ট হচ্ছিলো, কিন্তু উপস্থিত সকলের পিড়াপীড়িতে তালাকনামায় সিগনেচার করতে এবং মুখে বলতে বাধ্য হয়েছিলাম, আমাকে যা বলতে শিখিয়ে দিয়েছিল আমি তাই বলেছি, আমি বলেছি আমি রোকসানাকে তিন তালাক, বাইন তালাক দিলাম তালাকের পর থেকেই আমি খুব অনুতপ্ত এবং খুব কষ্ট পাচ্ছি। আমি কি কোনভাবে আমার স্ত্রীকে ফিরিয়ে আনতে পারবো?

উত্তর

এই স্ত্রীকে ফিরিয়ে আনার কোন পদ্ধতি নেই। যদি কোথাও ঐ স্ত্রীর বিবাহ হয় আর ঐ স্বামী মারা যায় কিংবা তালাক দেয় তাহলে কেবলমাত্র ঐমহিলাকে বিবাহ করতে পারেন। দ্বিতীয় কোন পথ নেই। সমাজে যা প্রচলিত আছে তা নাজায়েজ, হারাম।