আসসালামু আলাইকুম। আমি শুনেছি হাশরের ময়দানে প্রত্যেক ব্যাক্তিকে ঈমাম মানে নেতার পিছনে দাঁড় করানো হবে। এই নেতা বলতে কি রাসূল(সঃ) কে বুঝানো হয়েছে নাকি এরপরের আমাদের সময়কার ঈমাম বা নেতাদের বুঝানো হয়েছে? নাকি রাসূল ( সঃ) সহ বাকি ঈমামদের বুঝানো হয়েছে? এই ঈমাম বলতে কি মসজিদে যিনি নামাজ পড়াতেন তাঁকে বুঝানো হয়েছে নাকি আমাদের সময়কার খলীফা কে বুঝানো হয়েছে? মানে এই বিষয়ে কোনো হাদীস আছে কি? থাকলে উল্লেখ করবেন দয়া করে।