আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2462

বিবিধ

প্রকাশকাল: 26 অক্টো. 2012

প্রশ্ন

আসসালামু আলাইকুম। আমি শুনেছি হাশরের ময়দানে প্রত্যেক ব্যাক্তিকে ঈমাম মানে নেতার পিছনে দাঁড় করানো হবে। এই নেতা বলতে কি রাসূল(সঃ) কে বুঝানো হয়েছে নাকি এরপরের আমাদের সময়কার ঈমাম বা নেতাদের বুঝানো হয়েছে? নাকি রাসূল ( সঃ) সহ বাকি ঈমামদের বুঝানো হয়েছে? এই ঈমাম বলতে কি মসজিদে যিনি নামাজ পড়াতেন তাঁকে বুঝানো হয়েছে নাকি আমাদের সময়কার খলীফা কে বুঝানো হয়েছে? মানে এই বিষয়ে কোনো হাদীস আছে কি? থাকলে উল্লেখ করবেন দয়া করে।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। কুরআন শরীফে আছে يَوْمَ نَدْعُو كُلَّ أُنَاسٍ بِإِمَامِهِمْ কিয়ামতের দিন প্রতিটি মানুষকে তার ইমামসহ ডাকা হবে। সূরা বনি ইসরাইল, আয়াত নং৭১।ইবনে আব্বাস রা.সহ অধিকাংশ আলেমের মতে ইমাম অর্থ আমলনামা। কোন কোন তাফসীরকারক বলেছেন, স্ব স্ব গোত্রের নবী। বিস্তারিত জানতে দেখুন তাফসীরে ইবনে কাসীর।