আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2460

জান্নাত-জাহান্নাম

প্রকাশকাল: 24 অক্টো. 2012

প্রশ্ন

আসসালামু আলাইকুম? জি আমি মালদ্বীপ থেকে বলছি আমার নাম খাইরুল ইসলাম আমার একটা প্রশ্ন ছিল। প্রশ্নটা হল এই, যে আমি ডিউটি ফ্রি তে কাজ করি মালদ্বীপ এয়ারপোর্টে তো ওখানে সব কিছু বিক্রি করে এখন ওখানে মদ ও সিগারেট বিক্রি করে এখন আমি যে জবটা করতেছি এটা কি হালাল হবে না হারাম হবে আর আমার করনীয় কি যদি হারাম হয় দয়া করে আনসার দিবেন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। মদ বা সিগারেট বিক্রি বৈধ নয়। আপনি যেখানে চাকুরী করেন সেখানে যদি অন্যান্য জিনিসপত্রের সাথে মদ বা হারাম কোন পণ্য বিক্রি করে, আর আপনি যদি হারামপণ্যগুলো নিজ হাতে বিক্রি না করেন তাহলে আশা করি আপনার চাকুরী অবৈধ হবে না। তবে অবৈধ ইনকামের একটি অংশ বেতন হিসাবে আপনার ভাগে আসছে, তাই উচিৎ হলো এমন কোন কর্মের ব্যবস্থা করা যেখানে উপার্জনের মধ্যে কোন সন্দেহ না থাকে। আল্লাহ আপনাকে স্বচ্ছ কোন কর্মের ব্যবস্থা করে দিন।