ওয়া আলাইকুমুস সালাম। ঠিক দুপুর বেলা কোন বস্তুর যে ছায়া থাকে সে ছায়া বাদে কোন বস্তুর ছায়া যদি তার সমপরিমান হয় তাহলে তাকে প্রথম মিছল বলে। আর যদি ডাবল হয় তাহলে তাকে দ্বিতীয় মিছিল বলে। অধিকাংশ আলেমের মতে প্রথম মিছিলের সময়ই আসরের সময় হয়ে যায়। তখন আর যুহর পড়া যাবে না। তবে আবু হানীফার রহ.সহ কিছু ফকীহ বলেছেন, দ্বিতীয় মিছিলের সময় আসর শুরু হয়। তাদের মদে দ্বিতীয় মিছিল পর্যন্ত যুহর পড়া যাবে। প্রয়োজনে 01734717299