আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2458

নামায

প্রকাশকাল: 22 অক্টো. 2012

প্রশ্ন

Assalamualaikum, 1st mislir shomoy and 2nd misli asor shomoy bolte ki bujay. 1st misli asor shomoy hoye gele ki asor er nmj pora jabe? Tokon ki juhor kaja porte hobe?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ঠিক দুপুর বেলা কোন বস্তুর যে ছায়া থাকে সে ছায়া বাদে কোন বস্তুর ছায়া যদি তার সমপরিমান হয় তাহলে তাকে প্রথম মিছল বলে। আর যদি ডাবল হয় তাহলে তাকে দ্বিতীয় মিছিল বলে। অধিকাংশ আলেমের মতে প্রথম মিছিলের সময়ই আসরের সময় হয়ে যায়। তখন আর যুহর পড়া যাবে না। তবে আবু হানীফার রহ.সহ কিছু ফকীহ বলেছেন, দ্বিতীয় মিছিলের সময় আসর শুরু হয়। তাদের মদে দ্বিতীয় মিছিল পর্যন্ত যুহর পড়া যাবে। প্রয়োজনে 01734717299