আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2457

অর্থনৈতিক

প্রকাশকাল: 21 অক্টো. 2012

প্রশ্ন

ভাই আপনি আমাকে ভুল বুঝেছেন ………কাবিসা ইবন হালব এর হাদিস নিয়ে আব্দুল্লাহ স্যার এর ভুল ধরা আমার উদ্দেশ্য নয় …স্যার তার বইতে কাবিসা কে মুদাল্লিস বলেছেন …সৌদি মুহাদ্দিস গন ও মুদাল্লিস বলেছেন ………এই জন্য আমি আপনার কাছে এর রেফারেন্স চেয়েছিলাম …কারণ এত বড় আলেমদের ভুল হওয়ার কথা নয় ……আপনি আমাকে বললেন মিযানুল ইতিদাল গ্রন্থের ৬৮৬৩ নং রাবীর জীবনী দেখুন কাবিসা মুদাল্লিস রাবি। সেখানে ইমাম যাহাবি বলেছেন, حافظ ثقة ثبت، لكنه مدلس: ورمى بالقدر কিন্তু এই কথা নাকি মিযানুল এতেদালে ৬৮৬৪ নং রাবি কাতাদা বিন দিআমাহ এর ব্যাপারে বলা হয়েছে ……কাবিসা রাহ. মুদাল্লিস হওয়ার ব্যাপারে কোন তথ্য আছে কি না ……আল ইলাম গ্রন্থে থাকার কথা …..একটু জানালে খুবই উপকার হত …আপনাকে অনেক বিরক্ত করেছি এই জন্য ক্ষমা চাচ্ছি ।

উত্তর

না, ভাই, অমি আপনোকে ভুল বুঝছি না। সত্য মেনে নিতে আমার কোন আপত্তি নেই। আমার দেয়া তথ্যটা ভুল ছিল। আপনি বলার পর আমি তা দেখেছি। আপনার প্রশ্নের উত্তর আমি জানার চেষ্টা করছি। ইনশাআল্লাহ অচিরেই পেয়ে যাাবেন।