আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2456

অর্থনৈতিক

প্রকাশকাল: 20 অক্টো. 2012

প্রশ্ন

assalamualaikum……amar proshno hosse, bassa hole sheti deya dila ki gonnah hoi?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনার প্রশ্ন কিছুটা অস্পষ্ট। আমি যা বুঝেছি তা হলো, বাচ্চা কাউকে দিয়ে দেয়া যাবে কি না? উত্তর হলো দেয়া যাবে তবে সেই বাচ্চা প্রকৃত বাবা-মায়ের পরিচয়ে মানুষ হবে। যারা পালবে তাদেরকে নিজের পিতা-মাতা পরিচয় দিতে পারবে না। তাদের থেকে কোন সম্পদেরও ওয়ারিস হবে না। প্রকৃত পিতা-মাতা থেকে সন্তানের ওয়ারিস হবে।