আসসালামু আলাইকুম। মুহতারাম,
১। কবরে সালাম দিলে কী কবরস্থ ব্যক্তি সালাম শুনতে পান? যদি সালাম শুনেই থাকেন তবে কী কবরস্থ ব্যক্তি সালামের জবাব দেন?
২। শুক্রবারে আছর সালাতের পর সাতবার আয়তুল কুরসি পড়লে বিশেষ ফযিলত আছে কী? যদি বিশেষ কোন ফযিলত থাকে দলিলসহ বিস্তারিত জানালে খুশি হবো। (প্রসঙ্গত: উল্লেখ্য যে, প্রতি সালাতের পর আয়তুল কুরসি পড়ার ফযিলতের বিষয়ে আমি অবগত আছি, শুধুমাত্র শুক্রবারে আছর সালাতের পর সাতবার আয়তুল কুরসি পড়লে বিশেষ ফযিলতের বিষয়ে জানতে চাচ্ছি)। মাআসসালাম।