মসজিদে জায়গা সংকির্ন হওয়ায় মসজিদকে ভেঙ্গে নতুন করে তৈরি করার পরিকল্পনা হল সকল গ্রামবাসির এবং দুইতালা করবে। এরপরে একজন জায়গা দান করবে বলে জানিয়েছে বর্তমানে গ্রামের মধ্যস্থলে। আর মধ্যস্থলটা হচ্ছে মসজিদ থেকে ২০০/৩০০ গজ দুরে। তারপর ঐ আগের মসজিদের পাশে যার জায়গা সে বলতেছে জতটুকু লাগে নিতে পারেন। এখন সমস্যা হচ্ছে গ্রামের কিছু লোক পুরাতুন মসজিদকে বিক্রি করে মধ্যস্থলে বানাবে। আবার কিছু লোক আগের মসজিদিই বানাবে একদম অটুট। কওমি মাদ্রাসার উপর ভিত্তি করে। দারুল উলুম/ কওমি মাদ্রাসার মুফতি বলেছে মসজিদকে পরিত্যাক্ত করা যাবে না। যদি অন্য জায়গায় তৈরি করেন তাহলে সেই মসজিদের জায়গায় বাড়ি বা অন্য কিছু করা যাবে না। জার করনে এখন দুইদলে বিভক্ত। নতুন দানকারি অনার ঐখান মসজিদ তৈরি করেলে দান করবে নয়ত করবে না। আর তারাও নতুন জায়গা ছাড়তে রাজি না। ঐখানেই করবে। মজার বিষয় হল দুই দলই চাচ্ছে একটা দলই থাক। এখন এর সমাধান কি।