আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2441

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 5 অক্টো. 2012

প্রশ্ন

আসসালামু আলাইকুম, স্যার। স্যার, আমার প্রশ্নটা হল- আমি যদি কাউকে কিছু বলি, এখন এই কাজটা করবো / এই দিন আমি এই জায়গায় যাবো / অন্যকে এই প্রয়োজনীয় কথা টা বলবো ইত্যাদি, কিন্তু সেগুলা ভুলে যাওয়ার কারণে অথবা অন্য কোন কারণে করা / বলা হয় নাই। তাহলে কি আমার সেই সব কাজ গুলা, ওয়াদা ভঙ্গের মাঝে পড়বে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ভুলে যাওয়ার কারণে না করলে বা না বললে সমস্যা নেই। কিন্তু অন্য কোন কারণে সামর্থ থাকা সত্ত্বেও না করলে ওয়াাদ ভঙ্গর ভিতর পড়বে।