আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2435

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 29 সেপ্টে. 2012

প্রশ্ন

যদি কোনো পরিবার সুদের সাথে জড়িত থাকে তবে সেই বাড়িতে দাওয়াত খাওয়া যাবে কিনা? যদি তারা আত্নীয় বা প্রতিবেশী হয়।

উত্তর

তাদের আয়ের অধিকাংশ যদি হারাম হয় তাহলে ঐ বাড়িতে খাবেন না। কৌশলে এড়িয়ে যাবেন। তবে আয়ের অধিকাংশ যদি হালাল হয় তাহলে খাওয়া যাবে।