আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2421

বিবিধ

প্রকাশকাল: 15 সেপ্টে. 2012

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম, আমার দ্বারা ইচ্ছাকৃত এবং অনিচ্ছাক্রিতভাবে অনেক মানুষের হক নষ্ট হয়েছে । এখন তাদের সাথে আমার কখনও দেখা সাক্ষাৎ হয় না । এখন আমি তাদের যে হক নষ্ট করেছি তা কিভাবে আদায় করব? তাদের নামে সদকায়ে জারিয়া বা মসজিদ মাদ্রাসা তে দান করলে কি আমি তাদের হক যথাযথভাবে আদায় করতে পারব?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। চেষ্টা যাদের হক নষ্ট করেছেন তাদেরকে বা তাদের ওয়ারিসদেরকে হক ফিরিয়ে দেওয়ার। সম্ভব না হলে তাদের নামে দান করে দিবেন এবং আল্লাহর কাছে ক্ষমা চাবেন।