আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2412

ত্বহারাত পবিত্রতা

প্রকাশকাল: 6 সেপ্টে. 2012

প্রশ্ন

অযু করার পর যদি রুমাল বা গামছা দিয়ে মোছা হয়। এতে কোন সমস্যা আছে কিনা। মোছার ব্যাপারে হাদিসে কোনো নির্দেশনা আছে কিনা?
অযু করার পর যদি কেউ কম্বল দিয়ে শরীর ঢেকে শুয়ে থাকে। এতে অযু নস্ট হবে কিনা।

উত্তর

না, মুছার ব্যাপারে হাদীসে কোন নির্দেশনা নেই। তবে মুছা জায়েজ। কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকলে ওযু ভাঙে না তবে ঘুমালে ভাঙবে।বিস্তারিত জানতে দেখুন: https://islamqa.info/ar/103968 http://fatwa.islamweb.net/fatwa/index.php?page=showfatwaOption=FatwaIdId=4401