আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2404

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 29 আগস্ট 2012

প্রশ্ন

এমন কোনো আমল আছে যা করলে আমি আল্লাহ্ এর ভয়ে একাকি কাদতে পারব। আমার তো চোখের পানি আসে না। যেন অন্তর শক্ত হয়ে গেছে। কি আমল করলে আমার অন্তর নরম হবে। বিনয়ের সাথে সালাত আদায় করতে পারব। একটু বিস্তারিত বললে উপকৃত হব। কিভাবে অহংকার মুক্ত হওয়া যায়। একটু বলবেন। please… কিভাবে নম্র চরিত্র অর্জন করা যায়?

উত্তর

আ্ল্লাহ তায়ালার ভয় হৃদয়ে আসলে এগুলো হয়ে যাবে। এ জন্য যেটা আপনি করতে পারেন সেটা হলো কুরআন ও হাদীসে জাহান্নামের যে বর্ণনা দেয়া আছে তা বারবার পাঠ করবেন। জাহান্নামের ভয়াবহতা নিয়ে অনেক ওয়াজ বিভিন্ন আলেম করেছেন সেগুলো বারবার শুনবেন। সর্বদা আল্লাহ তায়ালার বিভিন্ন যিকির করতে থাকবেন। বেশী বেশী নফল সালাত এবং অন্যান্য নফল ইবাদাত আদায় করবেন। মানুষের সাথে ভাল ব্যবহার সংক্রান্ত যে সব হাদীস আছে সেগুলো বেশী বেশী পাঠ করবেন। আশা করি আপনি ভাল মুমিন হয়ে যাবেন। তবে এসব নিয়ে কোন ধরণের টেনশন করবেন না।