আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2400

অর্থনৈতিক

প্রকাশকাল: 25 আগস্ট 2012

প্রশ্ন

তোমরা সকলে আল্লাহর রজ্জুকে সুদৃঢ় হস্তে ধারণ কর (সূরা- আল ইমরান, আয়াত সংখ্যা- ১০৩); এখানে আল্লাহর রজ্জু কি? কেউ বলতেছে কোরআন, আবার কেউ বলতেছে কোরআন ও আল্লাহর মাঝখানের রশি যা হতে পারে নবী নেতৃত্ব। আর নবী নাকলে ইমাম বা খলিফা নেতৃতে একতা ।এই বিষয়ে দলিল ভিত্তিক বিস্তারিত জানতে চাই। জাযাকাল্লাহ।

উত্তর

এখানে রুজ্জু বলতে কুরআনকে বুঝানো হয়েছে। বিস্তারিত দলীলসহ জানতে দেখুন, তাফসীরে ইবনে কাসীর. উক্ত আয়াতের তাফসীর। সূরা আলে ইমরান, আয়াত ১০৩।