আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2399

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 24 আগস্ট 2012

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। ইসলামে সাদা চুল কালো করার বিধান কি? যেমন কলপ করা, যেকোন কালো রং ইত্যাদি করার হুকুম কু? আমার বয়স ২৩ বছর কিন্তু আমার কিছু চুল সাদা হয়ে যাচ্ছে আমি কি কাল করতে পারি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। বয়সের কারণে চুল সাদা হলে কালো করা যাবে না। তবে রোগের কারণে সাদা হলে কালো করা যাবে বলে অনেক আলেম বলেছেন।