আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2391

অর্থনৈতিক

প্রকাশকাল: 16 আগস্ট 2012

প্রশ্ন

আসালামুয়ালাইকুম,
আমরা প্রশ্ন নিম্ন হাদীসের ব্যাখ্যা প্রদান করলে উপকারিত হতাম.
আবূ হুরাইরাহ (রাঃ) নাবী (সাঃ) বলেছেন : তিনটি মসজিদ ছাড়া অন্য কোথাও (সাওয়াবের উদ্দেশে) সফর করা যাবে না। এ মাসজিদগুলো হলো : মাসজিদুল হারাম, রাসূলুল্লাহ (সাঃ) এর মাসজিদ এবং মাসজিদুল আকসা।

উত্তর

ওয়াআলাইকুম সালাম। এ হাদীসের ্উদ্দেশ্য হল, সাওয়াবের আশায় এ তিন মসজিদ ব্যতিত অন্য কোন মসজিদে সফর করা বৈধ নয়। তবে এ হাদীস থেকে কবর যিয়ারত এর উদ্দেশ্যে সফর করাকে ও কেউ কেউ নাজায়েয মনে করনে।