আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হলঃ খতমতারাবীর ইমামতি করে বিনিময় বা হাদিয়া নেওয়া জায়েয কিনা? কুরআন ও সুন্নাহ্ র আলোকে জাতে চাই
উত্তর
ওয়া আলাইকুমুস সালাম। সাহাবী, তাবেয়ীগণ তারাবী পড়িয়ে কোন অর্থ নেননি। অনেকেই মনে করেন এটা কুরআনের বিনিময় নেয়া হয় আর সবার মতে কুরআনের বিনিময় নেয়া জায়েজ নেই। যাই হোক সর্বাবস্থায় তারবী পড়িয়ে টাকা-পয়সা না নেওয়টাই উত্তম বলে মনে হয়।