২.একটি তারে যেখানে কাপড় ধোয়ার পর শুকাতে দেই সেখানে যদি কিছু নাপাকী লাগে এবং সেটা পরিষ্কার করতে ভুলে যাই তাহলে সেই নাপাকী যখন শুকিয়ে যায় তখন এর উপর ভিজা কাপড় রাখলে কাপড়টি নাপাক হয়ে যাবে সেয়াতা যানি। কিন্তু তারটি যদি বারবার শুকিয়ে যায় আর সেখানে বারবার ভিজা কাপড় রাখি তাহলে কি কাপড় বার বার নাপাক হয়ে যাবে?