আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2380

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 5 আগস্ট 2012

প্রশ্ন

assalamu alikum……..
১) B-kash, Dutch bangla, Flexiload, Photo print, photo capture etc
business বা বেবসা করার বিধান কি? ২) আমার mibile bkash আছে, এটা কি সুদ হবে? ৩) mobile phone কোরআন পরা যাবে কি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। B-kash, Dutch bangla, Flexiload জায়েজ। প্রয়োজনে Photo print, photo capture জায়েজ। ২। মোবাইলে বিকাশে আপনার মূল্য ব্যালেন্সের সাথে অতিরিক্ত টাকা বিকাশ কর্তৃপক্ষ দিলে সেটা সুদ হবে। ৩। মোবাইল ফোনে কুরআন পড়া জায়েজ।