আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2376

অর্থনৈতিক

প্রকাশকাল: 1 আগস্ট 2012

প্রশ্ন

আস্সালামুআলায়কুম, প্রিয় দ্বীনি ভাই আমি আপনার নিকট একটা প্রশ্নের উত্তর জানতে ইচ্ছুক প্রশ্নটা হচ্ছে নামাজের শেষ বৈঠকে সালাম ফিরানোর পূর্বে কোরআনের আয়াত পাঠ করা যাবে কিনা যে গুলোর মাধ্যমে নবী রাসূলগন দোয়া করেছিলেন আর ব্যক্তিগত ভাবে কোনো দোয়া পাঠ করা যাবে কিনা পাঠ করলে কি বিদাত হবে অনুগ্রহ পূর্বক জানাবেন, জাজাকাল্লাহ।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। সালাম ফিরানোর পূর্বে কুরআন ব হাদীসে বর্ণিত যে কোন দুআ পাঠ করতে পারবেন। নিজস্ব বানানো কোন দুআ পাঠ করবেন না।