As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2375

নামায

প্রকাশকাল: 31 জুলাই 2012

প্রশ্ন

আস সালামু আলাইকুম, আজকে মসজিদে নামাযের সময় এক মুরব্বী বলল প্যান্ট পড়ে নামাজ হবে না। কারণ হিসাবে দেখাল যে, সিজদাতে যাওয়ার আগে (মানে রুকু করার পর) হাত দিয়ে প্যান্ট একটু উপরের দিকে টান দেওয়া। অবশ্য এই টান দেওয়ার কারণ হল, রুকুর মাঝখানে বসতে যাতে কোন রকম অসুবিধা না হয়। সঠিক উত্তর টা জানাবেন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। প্যান্ট পরে নামায হবে। তবে মুসলিমদের উচিৎ এমন পোশাক পরা যাতে তাকওয়া প্রকাশ পায়।