As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2374

নামায

প্রকাশকাল: 30 জুলাই 2012

প্রশ্ন

আসসালামুআলাইকুম, ঘরে টেলিভিসন অথবা মোবাইলে নাটক সিনেমা চলাকালে ঐ ঘরে কি নামাজ হবে? আর নামাজ হলে তা কি পূর্ণাঙ্গ হবে?সাউন্ড অফ থাকলে কি হবে?ঘরে ছবি থাকলে (পত্রিকায় ছবি) কি মাসলা?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ঘরে এই অবস্থায় আপনি নামায কেন পড়বেন? অন্য ঘরে পড়বেন। এটা তো নামাযের সাথে বেয়াদবি। পত্রিকার ছবি ঢেকে রাখার চেষ্টা করবেন, নামায হয়ে যাবে।