১। মুহতারাম, যেসব সালাতে সুরা ক্বিরাত জোরে পড়তে হয়, সেসব সালাতে ভুলবশতঃ সুরা ক্বিরাত আস্তে পড়লে আর যেসব সালাতে সুরা ক্বিরাত আস্তে পড়তে হয়, সেসব সালাতে ভুলবশতঃ সুরা ক্বিরাত জোরে পড়লে কী সাহু সিজ্দা দিতে হবে? সুন্নাহস্মমত বা সুন্নাহর সবচেয়ে কাছাকাছি সহিহ দলিল ভিত্তিক উত্তর দিলে খুব উপকৃত হবো। ২। মুহতারাম, প্রভিডেন্ট ফান্ডের টাকা (সুদসহ মূল টাকা) দিয়ে বাড়ি করলে, তা কি হালাল হবে?
৩। মুহতারাম, জ্ঞান বৃদ্ধির জন্য রব্বি জিদনি ইল্মা পড়া কী সুন্নাহসম্মত? দলিলসহ জানালে উপকৃত হবো। মাআস্সালাম।