আসসালামু আলাইকুম। মুহতারাম, আপনাদের দেয়া উত্তর গুলো আলহামদুলিল্লাহ দলিল ভিত্তিক হয়ে থাকে। আমার কয়েকটি প্রশ্ন আছে যেগুলো প্রায় প্রতিদিনই আমার মনে আসে কিন্তু দলিল ভিত্তিক সঠিক উত্তর এখনও পাইনি। যদি দলিলসহ (সুন্নাহসম্মত অথবা সুন্নাতের সবচেয়ে কাছাকাছি) এগুলোর সমাধান জানাতেন খুবই উপকৃত হব। নিচে প্রশ্নগুলো দেয়া হলঃ
১। আমি জানতে পেরেছি যে, বিতর সালাত ১ থেকে ৯ রাকাত পর্যন্ত পড়া যায় তবে ৩ রাকাত পড়াটায় উত্তম। বিষয়টি সঠিক কী না জানাবেন। ২। আমি আরও জানতে পেরেছি যে, ৩ রাকাত বিতর পরার সবচেয়ে গ্রহণযোগ্য পদ্ধতি হল প্রথমে ২ রাকাত পড়ে সালাম ফিরিয়ে, পরে ১ রাকাত পড়া। বিষয়টি সঠিক কী না জানাবেন। এ পদ্ধতিতে বিতর পড়ার ক্ষেত্রে মনে মনে কোন নিয়ত করতে হয় প্রথমেই ৩ রাকাতের নিয়ত, না প্রথমে ২ রাকাতের নিয়ত করে পরে ১ রাকাতের নিয়ত?
এ পদ্ধতিতে ৩য় রাকাতে ছানা পড়তে হবে, না শুধু বিসমিল্লাহ বলে সুরা ফাতিহা শুরু করতে হবে?
৪। সাহু সিজদার দলিলভিত্তিক পদ্ধতি কোনটি?
৫। ৪ রাকাত বিশিষ্ট সালাতে সুরা ফাতিহার সাথে যদি কেউ অন্য সুরা মিলিয়ে না পড়ে (ফরয সালাতে দ্বিতীয় ২ রাকাতে ও অন্য সালাতে সব রাকাতেই) তাহলে কী আর সাহু সিজদা দিতে হবে?
৬। www.islamqa.info তে দেখলাম দুই সিজদার মাঝখানে রব্বিগ ফিরলি বলা ওয়াজিব। এ ক্ষেত্রে দুই সিজদার মাঝখানে রব্বিগ ফিরলি না বললে কি সাহু সিজদা দিতে হবে?
৭। সর্বশেষ রাকাতে তাশাহুদ দরূদ পড়ার পর দুআ মাছুরা পড়তে হয়। এসময় আরও একটি দুআর বিষয় জানতে পারলাম; সেটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন আযাবিল কাবরি ওয়ামিন আযাবিন নার ওয়ামিন ফিতনাতিল মাহুয়া ওয়াল মামারতি ওয়ামিন ফিতনাতিন মাসই দাজ্জাল। এটি কী দুআ মাছুরার পরে, না দুআ মাছুরার পরিবর্তে পড়তে হবে?যদি দুআ মাছুরার পরে পড়তে হয় তাহলে দুটি দুআ একসাথে পড়লে কী বেশি সওয়াব হবে?
৯। আমাদের নামাযের স্থানে মাঝে মাঝে নির্ধারিত সালাতের কিছু সময় পরে জামাত শুরু হয়, যা আগে থেকে বুঝা যায়না। এক্ষেত্রে যে কোন ওয়াক্তের নির্ধারিত সুন্নাত সালাত পড়ার পর যদি ঐ ওয়াক্তের ফরয সালাতের জামাতের পূর্বে (অপেক্ষমান সময় টুকুতে) যদি নফল সালাত পড়া হয় তাহলে কী তা শরিয়া সম্মত হবে? ( প্রশ্নটি এ জন্য করলাম যে, মসজিদে গিয়ে ইমাম আসার পূর্ব পর্যন্ত সালাত আদায়ের কথা সহীহ হাদিসে বর্ণিত আছে)। ১০। যদি বাসা থেকে ওয়াক্তের ফরয সালাতের তাৎক্ষনিক পূর্বে পড়ার জন্য নির্ধারিত সুন্নাত সালাত পড়ে মসজিদে গিয়ে ফরয সালাতের জামাতের জন্য গিয়ে সেখানে কিছু সময় পাই, তবে কি সে সময় তাহিয়াতুল মসজিদ পড়তে পারব? (প্রশ্নটি এ জন্য করলাম, এক্ষেত্রে ওয়াক্তের ফরয সালাতের তাৎক্ষনিক পূর্বে পড়ার জন্য নির্ধারিত সুন্নাতের পর তাহিয়াতুল মসজিদ পড়া হচ্ছে)।