ওয়া আলাইকুমুস সালাম। আমরা যতদূর জানতে পেরেছে হু্ন্ডি হলো সরকারী ট্যাক্স ফাঁকি দিয়ে অর্থ লেনদেনের একটি ব্যবস্থা। সরকারকে ফাঁকি দেয়ার কারণে এটা জায়েজ হবে না। আর ভি ও আই পির ব্যবসার বিষয়ে ইন্টারনেট থেকে জানতে পেরেছি আমাদের দেশে বৈধ অবৈধ দুই ধরনের VOIP রয়েছে। একটা হলো সরকার অনুমোদিত আরেকটি সরকার কর্তৃৃক অনুমোদিত নয়, অবৈধ। সরাকার কর্তৃক অনুমতি না থাকার কারণে অবৈধ আর ভি ও আই পি ব্যবসা হালাল নয়। সরকার কর্তৃক অনুমোদিত আর ভি ও আই পি ব্যবসা জায়েজ।