আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2350

যিকির দুআ আমল

প্রকাশকাল: 6 জুলাই 2012

প্রশ্ন

আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। তিনবার সূরা ইখলাছ পড়লে কি সমগ্র কোরআন খতমের সাওআব হয়?
আমরা দুআর আগে 3 বার ফাতিহা, 5 ইখলাছ বার, 11 বার দরুদ, পড়ে থাকি । এইটা কি সুন্নাত সম্মত?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, তিনবার সূরা ইখরাস পড়লে সমগ্র কুরআন পড়ার সওয়াব পাওয়া যায় মর্মে কোন হাদীসে নেই। তবে আবু হুরায়রা রা. থেকে বর্ণিত হাদীসে রাসূলুল্লাহ সা. বলেছেন, {قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ} تَعْدِلُ ثُلُثَ الْقُرْآنِ. সূরা ইখলাস কুরআনের এক তৃতীয়াংশের সমান। সুনানু তিরমিযী, হাদীস নং ২৮৯৯। হাদীসটি সহীহ। সুতরাং যতবার সূরা ইখলাস পড়া হবে ততবার একতৃতীয়াংশের সওয়াব পাওয়া যাবে। দুআর আগে দরুদ শরীফ পড়ার কথা সহীহ হাদীস দ্বার প্রমানিত। সুনানু নাসায়ী হাদীস নং ১২৮৪, সুনানু আবু দাউদ, হাদীস নং ১৪৮৩। আবু দাউদ থেকে হাদীসটির মূল পাঠ নিচে দেয়া হলো: – حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ حَدَّثَنَا حَيْوَةُ أَخْبَرَنِى أَبُو هَانِئٍ حُمَيْدُ بْنُ هَانِئٍ أَنَّ أَبَا عَلِىٍّ عَمْرَو بْنَ مَالِكٍ حَدَّثَهُ أَنَّهُ سَمِعَ فَضَالَةَ بْنَ عُبَيْدٍ صَاحِبَ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- يَقُولُ سَمِعَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- رَجُلاً يَدْعُو فِى صَلاَتِهِ لَمْ يُمَجِّدِ اللَّهَ تَعَالَى وَلَمْ يُصَلِّ عَلَى النَّبِىِّ -صلى الله عليه وسلم- فَقَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- عَجِلَ هَذَا . ثُمَّ دَعَاهُ فَقَالَ لَهُ أَوْ لِغَيْرِهِ إِذَا صَلَّى أَحَدُكُمْ فَلْيَبْدَأْ بِتَحْمِيدِ رَبِّهِ جَلَّ وَعَزَّ وَالثَّنَاءِ عَلَيْهِ ثُمَّ يُصَلِّى عَلَى النَّبِىِّ -صلى الله عليه وسلم- ثُمَّ يَدْعُو بَعْدُ بِمَا شَاءَ . দুআর পূর্বে কুরআন পাঠের কথা হাদীসে পাওয়া যায় না। তবে অনেক আলেম এটাকে ভাল বলেছেন। আরো জানতে: http://fatwa.islamweb.net/fatwa/index.php?page=showfatwaOption=FatwaIdId=34740