আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2343

নামায

প্রকাশকাল: 29 জুন 2012

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম (১) নামাযের সময় চোখের দৃষ্টি কোন অবস্থায় কোন দিকে রাখতে হবে
(২) বিশেষ করে সিজদার সময় দৃষ্টি কোন দিকে রাখতে হবে, চোখ বন্ধ রাখা যাবে কি?
(৩) নামাযের সময় কোন অবস্থায় চোখ বন্ধ রাখা যাবে কি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। নামাযে সাজদার স্থানে দৃষ্টি থাকবে। হাদীসে এমন ইঙ্গিত পাওয়া যায়। সহীহ ইবনে খুযায়মা, হাদীস নং ৩০১২; মুসান্নাফে আব্দুর রাজ্জাক, হাদীস নং ৬৫৬২, ৬৫৬৩ এবং ৬৫৬৪। সাজদার সময় দৃষ্টি স্বাভাবিক থাকবে, কোন নির্দিষ্ট স্থানের বাধ্যবাধ্যকতা নেই। চোখ বন্ধ রাখলে নামায হবে না, এরকম নয় তবে খোলা রাখায় স্বাভাবিক নিয়ম।