আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। মসজিদ, মাদরাসা, কুরআন মাহফিল এবং ফকির, মিসকিন ইত্যাদি খাতে সুদের টাকা দিলে কি সওযাব হবে? মসজিদের কমিটি টাকা নেওযার সময় তো যাচাই করেন না । হালাল নাকি হারাম । সেক্ষেত্রে কি করা উচিত?
উত্তর
ওয়া আলাইকুমুস সালাম। মসজিদ, মাদ্রাসা এবং ওয়াজ মাহফিলে সুদের টাকা দেয়া যাব না। সওয়াব তো দূরের কথা দেয়ায় যাবে না। দেয়া জায়েজ নেই। ফকির-মিসকিনদেরকে সওয়াবের নিয়ত ছাড়া দিতে হবে। সওয়াবের নিয়ত করলে সওয়াব হবে না গুনাহ হবে।