আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2336

নামায

প্রকাশকাল: 22 জুন 2012

প্রশ্ন

আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। জামাতে নামাজে পরস্পর কতটুকু ফাক রাখতে হবে? আর কাধে কাধ মিলিয়ে দাড়ানোর বিধান কি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ফাঁকা রাখা যাবে না, পরস্পর মিলে দাঁড়াতে হবে। হযরত আনাস থেকে বর্ণিত হাদীসে রাসূলুল্লাহ সা. বলেছেন, أَقِيمُوا صُفُوفَكُمْ فَإِنِّي أَرَاكُمْ مِنْ وَرَاءِ ظَهْرِي ، وَكَانَ أَحَدُنَا يُلْزِقُ مَنْكِبَهُ بِمَنْكِبِ صَاحِبِهِ وَقَدَمَهُ بِقَدَمِهِ. তোমরা কাতার সোজা কর। নিশ্চয় আমি তোমাদের পিছন থেকেও দেখি। আর আমাদের একেকজন কাঁধের সাথে পাশের জনের কাঁধ মিলাতো, আর পায়ের সাথে পা মিলাতো। {সহীহ বুখারী, হাদীস নং-৭২৫}