আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2332

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 18 জুন 2012

প্রশ্ন

আসসাল্লামুআলাইকুম, আমাকে প্রেরণার বাতিঘর বইটা সমন্ধে জানাবেন। আসলে আমরা বইটা পড়ব কিনা? আস সুন্নাহ ট্রাস্টের একটা পোষ্টের কারণে আমি বইটা পড়া থেকে বিরত আছি। কিন্তু বইটার বিষয়বস্তু আমাকে বইটার প্রতি আগ্রহী করে তুলছে। দয়া করে আমাকে জানাবেন বইটা পড়ব কিনা। আর বইটার সমস্যা কি? বইটার ভুলগুলো কি? সম্পূর্ণ বইটা পড়া হতে বিরত থাকব নাকি নির্দিষ্ট কিছু অংশ?কোন ভুল হলে ক্ষমা করার অনুরোধ রইল। আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান করুন। আমিন

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। বইটি আস-সুন্নাহ ট্রাস্টের অনুমতি নিয়ে ছাপানো হয় নি। তাই আস-সুন্নাহ ট্রাস্টের সাথে এই বইয়ের কোন সম্পর্ক নেই। এটাই আমাদের বক্তব্য। পড়া না পড়া আপনার ব্যাপার।