আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2326

হালাল হারাম

প্রকাশকাল: 12 জুন 2012

প্রশ্ন

আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।আমি আমার বিগত জীবনে অনেক সুদ আদান- প্রদান করেছি । 1) ভবিষ্যতের জীবনে শুধু তওবা করাই কি যথেষ্ট হবে?
2) যেহেতু বান্দার হকের সাথে জড়িত, তাই সুদ হিসেবে যত টাকা আমি নিয়েছি তা নির্দিষ্ট ব্যক্তিকে ফিরিয়ে দিতে হবে কি? কুরআন-সুন্নাহর আলোকে জানতে চাই?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, শুধু তওবা যথেষ্ট নয়। যেহেতু আপনি অন্যায়ভাবে মানুষের টাকা নিয়েছেন তাদের সেই টাকা ফেরৎ দিতে হবে। এটা খুবই স্বাভাবিক কথা যে, কারো পাওনা থাকলে তাকে পাওনা পরিষোধ করতে হয়।