আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2325

বিবিধ

প্রকাশকাল: 11 জুন 2012

প্রশ্ন

আসসালামু আলাইকুম। আমার বাবা মা যদি আমার আগে মারা যান তাহলে ইনসাআল্লাহ আমিই তাদের জানাজা পড়াব। তাই সহিহ সুন্নাহ ভিত্তিতে জানাজা নামাজ পড়ানোর নিয়ম টা জানতে চাচ্ছি। আর জানাজা সালাত শেষ করে কি রাসুল (সাঃ) সম্মিলিত মোনাজাত করেছেন? মূলকথা হচ্ছে আমি কবর দিয়ে বাড়ি আসার পূর্বের সকল কাজ সম্পরকে সহিহ সুন্নাহ এর ভিত্তিতে জানতে চাচ্ছিলাম। যদি সম্ভাব হয় উত্তর জানাবেন আর এ সম্পরকে কোন বইয়ের রেফারেন্স থাকলেও দিবেন আসা করি। আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দান করুন। আমিন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আমাদের সমাজে যেভাবে জানাযার সালাত আদায় করা হয় সেটা সহীহ সুন্নাহ অনুযায়ী। ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর রহি. এর রাহে বেলায়াত বইয়ে জানাযা সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে, সেটা দেখতে পারেনে। সালাত শেষ করে দাফন করার পর সম্মিলিত মোনাজাত রাসূলুল্লাহ সা. করেছেন মর্মে কোন হাদীস পাওয়া যায় না। তবে একা একা করতে পারে।