আসসালামু আলাইকুম। কোন ব্যক্তি আল্লাহর প্রতি ইমান এনেছে এবং সালাত আদায় করে সেই ব্যক্তি যদি ১ টি কবিরা গুনাহ করে এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার আগে মৃত্যু বরন করে তাহলে সেই ব্যক্তি কি চিরকাল জাহান্নামে আবস্থান করবে? তার একটি কবিরা গুনাহর ফলে সমস্থ নেক আমল কি নষ্ট হয়ে যাবে। (4:93
وَمَن يَقْتُلْ مُؤْمِنًا مُّتَعَمِّدًا فَجَزَآؤُهُۥ جَهَنَّمُ خٰلِدًا فِيهَا وَغَضِبَ اللَّهُ عَلَيْهِ وَلَعَنَهُۥ وَأَعَدَّ لَهُۥ عَذَابًا عَظِيمًا
আর যে ইচ্ছকৃত কোন মুমিনকে হত্যা করবে, তার প্রতিদান হচ্ছে জাহান্নাম, সেখানে সে স্থায়ী হবে। আর আল্লাহ তার উপর ক্রুদ্ধ হবেন, তাকে লানত করবেন এবং তার জন্য বিশাল আযাব প্রস্তুত করে রাখবেন। )
আমাদের সমাজে যে সকল মুসলমান রয়েছে এরা কিছু অপরাধ করেছে(যেমন সুদ খাচ্ছে, ৫ ওয়াক্ত নামাজ ঠিক ভাবে আদায় করছে না) এবং কিছু ভাল কাজ করছে এ সকল মানুষ যদি আল্লার নিকট তৌবা/ক্ষমা চাওয়ার আগে মৃত্যু বরন করে তবে এ সকল মানুষ কি চিরকাল জাহান্নামে থাকবে? #আমি শুনেছি প্রতিটি মানুষ একদিন জান্নাতে যাবে যদি আল্লাহকে এক বলে স্বকার করে এবং তার রসুলকে (এখানে শুধু বিশ্বাস করাটায় কি জরুরী না বিশ্বাস টা বাস্তবায়ন প্রয়োজন)। জাহান্নাম খাটার পর জান্নাত পাবার কোন সিষ্টেম আছে কি? দয়াকরে বিষয়গুলো জানােল উপকৃত হতাম।