আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2309

নামায

প্রকাশকাল: 26 মে 2012

প্রশ্ন

আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। ফরজ নামাজের শেষে মাসনুন আমল সম্পর্কে জানতে চাই?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ফরজ নামাযের পর আয়াতুল কুরসী পাঠ করবেন। সুবহানাল্লাহ ৩৩ বার, আলহামদুলিল্লাহ ৩৩ বার, আল্লাহু আকবার ৩৩ বা ৩৪ বার পাঠ করবেন। দলীলসহ বিস্তারিত জানতে শায়খ ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর রহ. লিখিত সহীহ মাসনুন ওযীফা বইট পড়ুন।