আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2308

হালাল হারাম

প্রকাশকাল: 25 মে 2012

প্রশ্ন

السلام عليكم ورحمة الله وبركاته
Our sisters husband is Mahram for us(for sister in law) or not? As they cant marry two sister at a time.. so can I open my face, hands and feet(as much allowed in the Shariah) in front of them by covering all the body properly? Kindly answer..

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, আপনার বোনদের স্বামী আপনাদের মাহরাম নয়। তাদের সামনে আপনাদের পূর্ণ পর্দা করতে হবে। আর পূর্ণ পর্দার ক্ষেত্রে মুখ ঢাকা জরুরী বলে মনে হয়। কিছু কিছু আলেম মনে করেন, মুখ খুললেও শরয়ী পর্দা হয়ে যায়। কিন্তু মুখ ঢেকে রাখাটা নি:সন্দেহ অধিক নিরাপদ, অগ্রগন্য ও গ্রহনযোগ্য।