আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2304

হালাল হারাম

প্রকাশকাল: 21 মে 2012

প্রশ্ন

আসসালামুলাইকুম হাদিসে আছেঃ রসুল (সঃ) বলেছেনঃ দুপ্রকার জাহান্নামী লোক যাদের আমি এখনো দেখি নি: এক প্রকার লোকের সাথে গরুর লেজের ন্যায় লাঠি থাকবে, তা দিয়ে তারা মানুষদের পেটাবে। আর পোশাক পরিহিত বিবস্ত্র নারী, তারা নিজেরা ধাবিত হয় ও অপরকে ধাবিত করে। তাদের মাথা উটের ঝুঁকে পড়া কুজের ন্যায়। তারা জান্নাতে প্রবেশ করবে না এবং তার গন্ধও পাবে না, যদিও তার গন্ধ এত এত দূরত্ব থেকে পাওয়া যায় । পরচুলা বা ফ্যাশান না করেও যাদের চুল বড় তাদের চুল ঘাড়ের কাছে বা মাথার উপরে খোপা করলে অনেকটা উটের কুজের মত হয়। তাহলে কি এভাবে বাধা নিষেধ? শুধু কি বেণী করতে হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। পরচুল বা ফ্যশান উদ্দেশ্য না হলেও উপরের দিকে চুল উঁচু করা যাবে না। বিশেষত যখন সেটা ধর্মহীন মহিলাদরে সাথে সাদৃশ্যপূর্ণ হয়ে যায়।