আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2264

নামায

প্রকাশকাল: 11 এপ্রিল 2012

প্রশ্ন

সাউদিয়াতে মাওলানা মতিউর রহমান বয়ানে বলেছেন জামাতে নামাজ পরলেও মুকতাদিকে ও ছুরা ফাতেহা পরতেহবে না পরলে নামাজ হবেনা এবং না পরাটা বেদাত আপনার মতামত দিবেন/জানাবেন

উত্তর

তিনি যেভাবে বলেছেন তাতে মনে হয় তিনি চেতনাগত বিদআতে আক্রান্ত। বিষয়টি নিয়ে ইমামদের মধ্যে মতভেদ আছে। আপনি যে কোন একটির উপর আমল করতে পারেন। পড়তেও পারেন নাও পড়তে পারেন। হাদীসের আলোকে দুটিই ঠিক আছে।