আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2259

ঈমান

প্রকাশকাল: 6 এপ্রিল 2012

প্রশ্ন

প্রশ্নঃ হুজুর আস্ সালামুআলাইকুম, আমার প্রশ্ন হচ্ছে, আমি যদি বুঝে বা না বুঝে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে, (যেমন, শয়তান, পীর, মাজার ইত্যাদি) হতে কোন কিছু চাইলে তাহলে সঙ্গে সঙ্গে আমার ঈমান ভঙ্গ হয়ে যাবে বা আমি ঈমান হারা হয়ে যাবো যদি তাই হয়ে যায় তাহলে পূনরায় ঈমান আনায়ন করবো কি করে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া শিরক। এমন হয়ে গেলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। পূনরায় ঈমান আনার প্রয়োজন নেই।