আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2253

অর্থনৈতিক

প্রকাশকাল: 31 মার্চ 2012

প্রশ্ন

আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। যে কুরআন পরল, হালাল কে হালাল, আরাম কে হারাম বলে জানলো, এই কুরআন তাকে জান্নাতে প্রবেশ করাবে। এটা কোথাই আছে জানতে চাই?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। কুরআন পড়লে কুরআন মানুষের জন্য কিয়ামতের দিন সুপরিশ করবে। এই বিষয়ে রাসূলুল্লাহ সা. বলেছেন, اقْرَءُوا الْقُرْآنَ فَإِنَّهُ يَأْتِى يَوْمَ الْقِيَامَةِ شَفِيعًا لأَصْحَابِهِ তোমরা কুরআন পড়ো কেননা কুরআন কিয়ামতের দিন তা পাঠকারীর জন্য সুপারিশ কারী হবে। সহীহ মুসলিম, হাদীস নং ১৯১০।আর কুরআনের সুপারিশতো হবে পাঠকারীকে জান্নাতে পাঠানোর জন্যই। আশা করি বুঝতে পেরেছেন।